বিয়ের মন্ডপে গুটখা চিবোচ্ছেন পাত্র, বিয়ে করবই না, বেঁকে বসলেন পাত্রী
Web Desk, ABP Ananda | 13 Jun 2017 02:54 PM (IST)
নয়াদিল্লি: বিয়ের আসরে ঢুকেই গুটখা চিবোচ্ছেন হবু স্বামী, এই দৃশ্য চোখে পড়তেই বেঁকে বসলেন পাত্রী। এই ছেলেকে কিছুতেই বিয়ে করবেন না। হতবাক পাত্রের আত্মীয়স্বজন। মেয়ের সিদ্ধান্তে বিস্মিত পাত্রীপক্ষও। উত্তরপ্রদেশের বালিয়া জেলার মুরারপট্টির লালগঞ্জ গ্রামে বরযাত্রীদের দলটি পাত্র সমেত মেয়ের বাড়িতে পৌঁছনোর পর তাদের খাতির করে ভিতরে নিয়ে যাওয়া হয়। কিন্তু গোল বাধে দালান ছাপরা গ্রামের বাসিন্দা পাত্র বিয়ের মন্ডপে পা রাখতেই। ভিতরে বসে থাকা পাত্রীর নজরে পড়ে, পাত্রের মুখে গুটখা। তখনই বিয়েতে না বসার সিদ্ধান্ত নেন স্থানীয় কলেজ থেকে বিএ পাস করা পাত্রী। তাঁকে হ্যাঁ বলাতে চেষ্টার কসুর করেননি বাড়ির লোকজন, তাঁর বন্ধুবান্ধবরাও। পাত্রপক্ষও চেষ্টা করে বোঝানোর। সারা রাত কথাবার্তা চলে। কিন্তু মেয়েটির জেদের কাছে হার মানতে হয় সবাইকেই। ছেলের বাড়ির লোকজন স্থানীয় দোকাটি থানায় পাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিন্তু সে অনড়। কিছুতেই সে সিদ্ধান্ত বদলাবে না। থানার অফিসার বিজয় সিংহ জানান, গুটখার নেশা করা ছেলেকে বিয়ে করবে না, তাঁদেরও জানিয়েছে মেয়েটি। গ্রামপ্রধান দয়াশংকর পাঠকও জানান, বাবা-মা পাত্রের আত্মীয়রা অনেক বোঝালেও বিয়েতে রাজি করানো গেল না মেয়েটিকে। পাত্রীর সিদ্ধান্ত কি ঠিক? আপনাদের মত জানান নীচের কমেন্টস বক্সে