মালাপ্পুরম (কেরল): ২১ বছরের মেয়ে দলিত প্রেমিককে বিয়ে করার একদিন আগে তাকে ছুরি মেরে হত্যার অভিযোগে কাঠগড়ায় কেরলের এক বাবা! পুলিশ জানিয়েছে, ঘটনাটি বামশাসিত রাজ্যের আরিক্কোড়ের। আথিরা নামে মেয়েটি প্রেম করছিল এক সেনা জওয়ানের সঙ্গে। ছেলেটি দলিত হওয়ায় বাবার আপত্তি ছিল, যদিও অনিচ্ছা সত্ত্বেও তিনি দুজনের বিয়েতে মত দিয়েছিলেন। কিন্তু বিয়ের আগের সন্ধ্যায় বাপ, মেয়ের মধ্যে এ নিয়ে কথাকাটাকাটি হয়। আচমকা মেয়েকে রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপান রাজন নামে ৪২ বছর বয়সি লোকটি। সম্ভবত, পরিবারের সম্মানের কথা ভেবে তিনি মেয়ের দলিত পাত্রকে বিয়ে মেনে নিতে পারেননি। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ রাজনকে হেফাজতে নিয়ে জেরা করছে।