পটনা: বরযাত্রীদের নিয়ে বর যায় বিয়ে করতে। এটাই প্রচলিত রীতি। কিন্তু এবার উলটপুরাণ। কনেই 'বারাত' নিয়ে এলেন বিয়ে করতে। বর তখন অপেক্ষা করছেন ম্যারেজ হলে। সব দেখেশুনে চোখ কপালে উঠল অতিথি অভ্যাগতদের। বিহারের পটনায় এই ঘটনা ঘটেছে।
আসলে প্রচলিত প্রথা ভেঙে সমাজকে একটা বার্তা দেওয়ার লক্ষ্যেই উল্টোপথে হাঁটলেন কনে স্নেহলতা ও পাত্র অনিল কুমার যাদব। অনিল ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন। এখন বিশাখাপত্তনমে পোস্টিং।
স্নেহলতা জানিয়েছেন, তাঁরা আদতে বিহারের বাসিন্দা হলেও থাকেন রাজ্যের বাইরে। সমাজে এখনও বহাল তবিয়তে রয়েছে পণের মতো বহু কুপ্রথা। এ ধরনের প্রথার বিরোধিতা করে তাঁরা এভাবে সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বর ও কনে উভয়পক্ষের পরিবারই এতে সম্মতি দিয়েছে।
স্নেহলতা জানিয়েছেন, সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা দূর করার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা ওদের বলছিলাম। এরপরই আমি আমার হবু বরকে বলি যে, বারাত নিয়ে আমি যাব, ও নয়। প্রথমে ও এটাকে মজা হিসেবেই নিয়েছিল। কিন্তু পরে সবাই এতে রাজি হয়।
অনিল বলেছেন, আমাদের সমাজে তো ভিনজাতে বিয়েও একটা অপরাধ হিসেবে দেখা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কোনওকিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এখানে কনে বারাত নিয়ে ব্যান্ড বাজিয়ে বিয়ে করতে আসবে, এমনটা অনেকেই ভাবতেই পারে না। কিন্তু আমাদের বাবা-মা এতে রাজি হন।
ব্যান্ড বাজিয়ে বারাত নিয়ে বিয়ে করতে এল কনে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2018 05:49 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -