বদাউন: জুতো চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলল বর ও তাঁর চার বন্ধু। বদাউন জেলার সুরাজপুর গ্রামে এই ঘটনা ঘটেছে বুধবার। পুলিশ জানিয়েছে, সুরেন্দ্র নামে এক যুবকের বিয়ের আগের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর সুরেন্দ্র দেখেন, তাঁর জুতো উধাও।
সুরেন্দ্র ও তাঁর বন্ধুর সন্দেহ গিয়ে পড়ে ৪২ বছরের রামশরন নামে এক ব্যক্তির ওপর। বর ও তাঁর বন্ধুরা রামশরনকে বেধড়ক মারতে শুরু করেন।
থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উপেন্দ্র কুমার জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় রামশরনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সুরেন্দ্র ও আরও চারজনের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়েছে।
জুতো চুরির সন্দেহে পিটিয়ে খুন বর ও চার বন্ধুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2018 04:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -