মহাদ: জলের তোড়ে ভেঙে পড়ল মুম্বই-গোয়া হাইওয়ের সেতু। গত কয়েকদিন ধরেই মহাবালেশ্বর এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। সরকারি সূত্রে দাবি, এর ফলে সাবিত্রী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ব্রিটিশ আমলে তৈরি মুম্বই-গোয়া হাইওয়ের পুরনো সেতুটি ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।

ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। হতাহতের খবর এখনও মেলেনি।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেতুটির ৮০ শতাংশই ভেঙে পড়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, দুটি গাড়ি ও দুটি বাস নিখোঁজ। গাড়িগুলি নদীতেই পড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, সেখানে পাশাপাশি দুটি সেতু রয়েছে। একটি ব্রিটিশ আমলের, আরেকটি নব নির্মিত। পুরোনো ব্রিজটিউ ভেঙে পড়েছে। গোয়া থেকে মুম্বই যাওয়ার জন্যই ব্যবহার হত সেটি। ব্রিটিশ আমলে তৈরি সেতুটি ভেঙে পড়াও আপাতত বন্ধ রাখা হয়েছে নতুন ব্রিজটিও।