নাসিক: নীল নাসাক হিরে দেশে ফেরানোর ব্যাপারে সরব হল নাসিকের ত্র্যম্বকেশ্বর দেবস্থানের ট্রাস্টি বোর্ড। বিখ্যাত এই মন্দিরের আরাধ্য দেবতা মহাদেবের মুকুটে একদা শোভিত ছিল এই হিরে। কিন্তু অতীতে বহু জাতি যখন ভারত আক্রমণ করেছে, বারবার লুঠ করেছে মন্দিরের এই সম্পদ। পুনরুদ্ধারের পরও লুন্ঠন আটকানো যায়নি। বহু হাত ঘুরে নীল হিরেটির বর্তমান ঠিকানা লেবাননের এক বেসরকারি জাদুঘর। বহুমূল্যের হিরেটিকে দেশে ফেরানোর ব্যাপারেই উদ্যোগী হয়েছে মন্দিরের ট্রাস্টি বোর্ড।

ত্র্যম্বকেশ্বর দেবস্থানের ট্রাস্টি ললিতা শিন্ডে জানিয়েছেন, হিরে দেশে ফেরানোর দাবিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরের কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, নীল হিরেটিকে শিবের 'চোখ' বলা হয়ে থাকে। এর ওজন ৪৩.৩৮ ক্যারেট বা ৮.৬৭৬ গ্রাম। শিন্ডের বক্তব্য অনুযায়ী, ১৭২৫ সালে নানা পেশোয়া মানত করেছিলেন, ত্র্যম্বকেশ্বর দুর্গ অবরোধ ভেঙে দিতে পারলে ভগবান শিবের উদ্দেশ্যে ওই হিরে উত্সর্গ করবেন। সেই মতো বহু গয়না দিয়ে পুজো দেন তিনি। এর মধ্যে ছিল নীল নাসাক হিরেটিও।

শিন্ডের দাবি এই হিরেটি বিশ্বের বৃহত্তম হিরেগুলির মধ্যে অন্যতম। ১৮১৮ সালে ব্রিটিশরা হিরেটি এক গয়না ব্যবসায়ীকে বিক্রি করে দেয়। শিন্ডে জানান, গয়নাটি ফেরানোর ব্যাপারে টাকা জোগাড় করতেও প্রস্তুত তাঁরা। হিরেটি দেশে ফেরানো সরকারের কর্তব্য বলে জানান তিনি।