নয়াদিল্লি: বিজেপির অন্তর্বর্তীকালীন বৈঠকের শেষপর্যায়ে এসে রাজ্যসভার সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, দেশের দলিত ও দুর্বলশ্রেণীর মানুষকে আরও বেশি করে দলের ছত্রছায়ায় নিয়ে আসতে হবে। তিনি সাংসদের উদ্দেশ্যে তাঁর বার্তায় বলেন, আপনারা যে রাজ্যের প্রতিনিধিত্বই করুন না কেন, আপনারা সমাজের দুর্বল, দলিতশ্রেণীর মানুষের সমস্যা বুঝুন। তাঁদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাঁদের সঙ্গে দলের যোগাযোগ বাড়ান। দরকার পড়লে দলের একেবারে নীচুতলার কর্মীদের তাঁদের সঙ্গে সংযোগ গাঢ় করার কাজে ব্যবহার করুন। বিজেপির অন্তর্বর্তীকালীন এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের ৫২জন সাংসদই। এই বৈঠকে হাজির ছিলেন অমিত শাহ।
মোদীর এই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, প্রধানমন্ত্রী চান, সমাজের বিভিন্ন শ্রেণী থেকে যত বেশি সংখ্যক মানুষ দলে যোগ দিক। তবে তিনি কোনও বিশেষ শ্রেণীর কথা তাঁর কথায় উল্লেখ করেননি।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে, মোদী চান দলে দলিত ও নিম্ন শ্রেণী থেকে যত বেশি সংখ্যক মানুষ দলে যোগ দিক। কারণ সম্প্রতি দলিতদের ওপর বিজেপি নেতৃত্বের আক্রমণই বিরোধী দলগুলির কাছে সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে গিয়েছে। যেকোনও রাজ্যে নির্বাচনের আগে প্রচারে এই অস্ত্রই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে।
সংসদে ওই ৫২ সাংসদকে নিজেদের কাজ ভাল করে করারও পরামর্শ দিয়েছেন মোদী। তিনি চান, দলের সমস্ত কর্মকাণ্ড তাঁদের মাধ্যমে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাক। সম্প্রতি রাজ্যসভায় বিজেপি তরুণ প্রজন্মের নেতাদের বেশি গুরুত্ব দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বেশি করে অ্যাক্টিভ থাকারও পরামর্শ দিয়েছেন মোদী।
দলিত, দুর্বলশ্রেণীকে দলের ছত্রছায়ায় আনুন, রাজ্যসভার বিজেপি সাংসদদের বার্তা মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2016 05:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -