অমৃতসর: জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া উচিত ব্রিটিশ সরকারের। বললেন ভারত সফরে আসা লন্ডনের মেয়র সাদিক খান। সাদিকের দাদু-ঠাকুমার জন্ম হয়েছিল অবিভক্ত ভারতে। তাঁর বাবা-মা পাকিস্তান থেকে ব্রিটেন পাড়ি দিয়েছিলেন।
জালিয়ানওয়ালাবাগে ১৯১৯-এর হত্যাকাণ্ডের শহিদদের গভীর শ্রদ্ধা জানান সাদিক। গতকাল অমৃতসরে আসা সাদিক জালিয়ানওয়ালাবাগ সৌধে রাখা ভিজিটর্স বুকে লেখেন, জালিয়ানওয়ালাবাগে আসতে পেরে আবেগে আপ্লুত আমি। নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। সময় হয়েছে ব্রিটিশ সরকারের শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেওয়ার। বৈশাখীর প্রাক্কালে ১৯১৯-এর সেই ট্র্যাজেডি কখনই যেন বিস্মৃত না হই আমরা।
১৯১৯-এর ১৩ এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ট ডায়ারের নির্দেশে ব্রিটিশ বাহিনী গুলি চালিয়েছিল নিরস্ত্র প্রতিবাদীদের ওপর। মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় সাদিক বলেন, আমার কাছে জালিয়ানওয়ালাবাগে আসাটা অত্যন্ত জরুরি ছিল। এখানকার ইতিহাস আমরা সবাই জানি। আমার মত, জালিয়ানওয়ালাবাগের গুলিচালনার জন্য ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত। কিছু মানুষ গণহত্যা শব্দটা ব্যবহার করেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ তাঁর মতকে স্বাগত জানান। বলেন, ব্রিটিশ প্রশাসনের এক প্রতিনিধির এহেন শুভ প্রস্তাব বাস্তবায়িত হলে তা ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলবে এবং হয়তো স্বাধীনতার লড়াইয়ে যন্ত্রণা, কষ্ট সহ্য করা ভারতীয়দের কিছুটা মানসিক শান্তিও দেবে।
স্বর্ণমন্দির দর্শনেও যান সাদিক, অংশ নেন লঙ্গর সেবায়। তাঁকে শিরোপা দিয়ে সম্মান জানান শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। তিনদিনের ভারত সফরে নয়াদিল্লি, মুম্বইয়েও গিয়েছেন সাদিক। ব্রিটিশ রাজধানীর সঙ্গে ভারতের বন্ধন শক্তিশালী করতেই তাঁর এই সফর।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া উচিত ব্রিটিশ সরকারের, সৌধ সফরে বললেন লন্ডনের মেয়র
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2017 08:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -