পানাজি: গোয়ায় বিদেশিনী ধর্ষণ। বৃহস্পতিবার ভোরে হেঁটে সমুদ্রের দিকে যাওয়ার সময় ৪৮ বছর বয়সি বিদেশনীকে ধর্ষণ করে তাঁর জিনিসপত্রও লুঠ করে পালিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এখান থেকে প্রায় ১০০ কিমি দূরে ক্যানাকোনা টাউনে ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানান পুলিশ ইনসপেক্টর রাজেন্দ্র প্রভুদেশাই। তিনি বলেছেন, নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তিনি ক্যানাকোনা রেল স্টেশন থেকে সমুদ্রতটের দিকে হেঁটে যাচ্ছিলেন। একটি অচেনা লোক এসে জোর করে তাঁকে রাস্তার ধারে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
মহিলা ক্যানাকোনা থেকে থিভিম স্টেশন যাওয়ার ট্রেন ধরতে গিয়েছিলেন। কিন্তু ট্রেন লেট থাকায় তিনি পালোলেম বিচের কাছে যেখানে থাকছিলেন, সেখানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগকারিনীকে উদ্ধৃত করে ওই পুলিশ অফিসার বলেন, মহিলাকে একা পেয়ে অভিযুক্ত একটি টেলিকম কোম্পানির অফিসের কাছে রাস্তার পাশে ধানখেতে টেনে নিয়ে যায়। প্রথমে তাঁর চোখে আঘাত করে সে। কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখেন তিনি। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে লোকটি। মহিলার তিনটি ব্যাগ হাতিয়ে চম্পট দেয় সে।
ওই বিদেশিনী গত ১০ বছর ধরে ঘনঘন গোয়া আসছিলেন বলে জানান প্রভুদেশাই।
অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এলাকার কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
গোয়ার সমুদ্রতটে চোখে আঘাত করে বিদেশিনীকে ধর্ষণ, জিনিসপত্র লুঠ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2018 04:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -