সোনপত:  কুড়ি বছর বয়সি এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়। লোকে বলে নিজের মা-বোনের সঙ্গে এমন নোংরা ঘটনা ঘটলে মানুষ বুঝতে পারে এর যন্ত্রণা। কিন্তু বাস্তব বোধহয় অন্য কিছু বলছে। এবার সেই ধর্ষিতার দাদার বিরুদ্ধেই এক বিধবাকে ধর্ষণ করে সবকিছু লুঠ করার অভিযোগ উঠল।

অভিযুক্ত দাদার বোনের সঙ্গে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল এবছর মে মাসে, রোহতকে। এবারের ধর্ষণের ঘটনাটি ঘটেছে সোনপতে। অভিযুক্ত তরুণ বেকার এবং ঘটনার সময় মদ্যপ ছিল বলেই জানা গিয়েছে। তবে এখনও তাকে গ্রেফতার করেনি পুলিশ।

অভিযুক্ত তরুণ তার প্রতিবেশী বিধবা মহিলার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। তারপর মহিলার মোবাইল, সোনার গয়না লুঠ করে পালায়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, অভিযুক্ত তরুণের বোনকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনার পর পরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। প্রশ্নের মুখে পড়ে যায় হরিয়ানায় মহিলাদের নিরাপত্তা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর হওয়া দিল্লি গণধর্ষণকাণ্ডের সঙ্গেও এই ঘটনার তুলনা করা হয়। রোহতকের একটি ফাঁকা এলাকা থেকে ওই তরুণী ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেসময় কুকুরের একটি দল ওই তরুণীর দেহ ছিঁড়ে খাচ্ছিল।

এই ঘটনায় দুই তরুণকে গ্রেফতার করা হয়। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। ঘটনাটি এতটাই নৃশংস ছিল যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘটনার বিচারের নির্দেশ দেন ফাস্ট-ট্র্যাক আদালতে।