এরোড: প্রিয় পোষা কুকুরকে বাঁচাতে গিয়ে কাবেরী নদীর জলে ডুবে মৃত্যু ভাই-বোনের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের এরোডে।
পুলিশ জানিয়েছে, গতকাল ভাই-বোন কাবেরী নদীর মাঝে কাঙ্গিয়ামাপালায়মে বিখ্যাত নট্টত্রিস্বরণ (শিব) মন্দিরে গিয়েছিলেন। ভাই-বোন, উভয়ের বয়স ২০-র কোটায়। নদীতে স্নানের সময় তাঁরা লক্ষ্য করেন যে তাঁদের পোষা কুকুর নদীর স্রোতে ভেসে যাচ্ছে। ভাই-বোন কুকুরটি উদ্ধার করতে এগিয়ে যান।
কুকুরটি ঠেলে নিয়ে এসে তাঁরা নদীর পাড়ে নিয়ে আসেন। কিন্তু স্রোতের টানে তাঁরা গভীর জলে চলে আসেন এবং ডুবে যান। আজ তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।