নয়াদিল্লি: দোকানের সামনে মদের আসর বসিয়েছে দুষ্কৃতীরা। প্রতিবাদ করেন দুই ভাই। স্রেফ এই কারণেই দলবল জুটিয়ে তাঁদের ওপর হামলা চালাল দুষ্কৃতীরা, তাতে ১ ভাইয়ের মৃত্যু হল। দিল্লির মঙ্গলপুরী এলাকায় গতকাল রাতে এই ঘটনা ঘটেছে।
প্রতিবাদে একটি ডিটিসি বাস স্থানীয় মানুষ ভাঙচুর করেছেন।
ওই দুই ভাইয়ের নাম তরুণ ও দুর্গেশ। কাল রাতে ২ দুষ্কৃতীকে তাঁদের দোকানের সামনে বসে নেশা করতে বারণ করেন তাঁরা। শুরু হয় ঝগড়া। এরপর ওই দুষ্কৃতীরা বন্ধুবান্ধব জুটিয়ে তাঁদের বেধড়ক মারধর করে।
গুরুতর জখম তরুণ ও দুর্গেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মারা যান ২৬ বছরের তরুণ।
এই ঘটনায় সাহিল নামে এক দৃষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের জন্য তল্লাশি চলছে।
দিল্লিতে দোকানের সামনে মদ্যপানে বাধা, ২ ভাইকে দৃষ্কৃতীদের মারধর, মৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 02:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -