পটনা: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল নিয়ে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন বিহারের স্কুল পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান লালকেশ্বর প্রসাদ সিংহ। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী।

 

পরীক্ষা দুর্নীতি ফাঁস হওয়ার পর থেকেই লালকেশ্বরের উপর চাপ বাড়ছিল। মঙ্গলবার তাঁকে পাঁচ ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। রাজ্য পুলিশ এবং সিআইডি-র একটি দল বোর্ডের দফতরেও হানা দেয়। লালকেশ্বরের কম্পিউটার, ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 

এরপর বুধবার সকালে চেয়ারম্যানের পদ থেকে তাঁকে কেন সরিয়ে দেওয়া হবে না, তার কারণ দর্শানোর নোটিস দেয় বোর্ড। লালকেশ্বরকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিস পাওয়ার পরেই পদত্যাগ করলেন তিনি।

 

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গত ৬ মে শিক্ষা দফতরকে এই দুর্নীতি নিয়ে আফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। তিনি পুলিশকে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। লালকেশ্বর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দুর্নীতির তদন্ত করার জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তিতে সেই কমিটি ভেঙে দেওয়া হয়।

 

পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন, এই দুর্নীতির সঙ্গে জড়িত সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিক্ষা দফতর। তার মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে।