নয়াদিল্লি: জওয়ানদের খারাপমানের খাবার সরবরাহ করা হচ্ছে অভিযোগ করে দেশজুড়ে ঝড় তোলা বিএসএফ কনস্টেবল তেজবাহাদুর যাদব ফের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি আবেদন করেছেন, বাহিনীর দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসার জন্য তাঁকে টার্গেট করা হয়েছে।

প্রথম ভিডিওটি পোস্ট করার পর থেকেই তেজবাহাদুরের পরিবার অভিযোগ করে, তাঁর ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। তাঁর স্ত্রী শর্মিলা কিছুদিন আগে দাবি করেন, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও বিএসএফ সব অভিযোগ অস্বীকার করে বলে, তাঁকে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে।

কিন্তু এই নতুন ভিডিওতে তেজবাহাদুর অভিযোগ করেছেন, পয়লা জানুয়ারি তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। তাতে কিছু গন্ডগোল করা হয়। তারপর থেকে তাঁকে বলা হচ্ছে, পাকিস্তানের লোকজনের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কিন্তু সকলের কাছে অনুরোধ, এ কথা বিশ্বাস করবেন না। প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদন, বাহিনীর দুর্নীতির পর্দাফাঁস করার জন্য মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী যেন দাঁড়ান তাঁর পাশে।

প্রথম ভিডিও পোস্ট করার পর থেকে তাঁর সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার চলছে অভিযোগ করে তেজবাহাদুর প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, দুর্নীতি প্রকাশ্যে আনার পরেও তাঁর ওপর এভাবে নির্যাতন চলছে কেন?

তাঁকে সমর্থনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। অনুরোধ করেছেন, তাঁরা যেন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, সত্যিই তিনি দেশ থেকে দুর্নীতি হঠাতে আন্তরিক কিনা।

যদিও বিএসএফ দাবি করেছে, তেজবাহাদুর খাবারের মান নিয়ে যে অভিযোগ করেছিলেন, তার ওপর তদন্ত এখনও চলছে, তদন্ত মিটে গেলে প্রয়োজনমত ব্যবস্থা নেওয়া হবে।      তাঁকে বন্দি রাখা হয়নি, অত্যাচারেরও প্রশ্ন নেই।

গত মাসে তেজবাহাদুরের স্ত্রী শর্মিলা তাঁর সঙ্গে দেখা করতে যান। সে সময় সম্ভবত ওই ভিডিও বানানো হয় বলে মনে করছে বিএসএফ।