জম্মু: ফের জম্মু ও কাশ্মীরে সুড়ঙ্গের হদিস পেল নিরাপত্তাবাহিনী।
খবরে প্রকাশ, জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে একটি ২০-ফুটের সুড়ঙ্গ আবিষ্কার করে বিএসএফ। বাহিনী সূত্রে খবর, গতকাল সাম্বার রামগড় সেক্টরে টহলদারির সময় সুড়ঙ্গটি দেখতে পান জওয়ানরা।
সুড়ঙ্গটি দৈর্ঘ্যে ২০ ফুট। চওড়া ও গভীরতা আড়াই ফুট বাই আড়াই ফুট। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুড়ঙ্গটির অন্যপ্রান্ত পাকিস্তানে। আইবি সীমান্তে লাগানো কাঁটাতারের একেবারে নীচে তৈরি করা হয়েছে ওই সুড়ঙ্গটি।
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করায় এবং কাঁটাতারে অত্যাধুনিক প্রযুক্তি বসানোর ফলে মাটির ওপর দিয়ে এখন অনুপ্রবেশ করা অনেকটাই কমে গিয়েছে।
তাই, এখন জঙ্গিগোষ্ঠীগুলি ভূগর্ভে পথ তৈরি করার চেষ্টা করছে। মাটির নীচে নজরদারির কোনও ব্যবস্থা না থাকার জন্য এখন সুড়ঙ্গ-পন্থা অবলম্বন করছে অনুপ্রবেশকারীরা।
বিএসএফ আধিকারিকরা জানান, গত কয়েক বছরে তল্লাশি ও নজরদারি চালাতে গিয়ে একাধিক সুড়ঙ্গের হদিস মিলেছে। যে সুড়ঙ্গটির হদিস গতকাল মিলেছে, তা অসম্পূর্ণ ছিল বলে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসার পরেই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।