কিষাণগঞ্জ: চোপরা-ফতেপুর সীমান্ত আউটপোস্টে ৮০ মিটার লম্বা একটি সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ।সীমান্ত রক্ষী বাহিনীর এক পদস্থ আধিকারিকএ কথা জানিয়েছেন।
বিএসএফ আধিকারিকদের অনুমান, পশু পাচারকারীরা ওই সুড়ঙ্গ তৈরি করেছে। তাদের কারবারের সুবিধার জন্যই এই কাজ করেছে তারা।
কিষাণগঞ্জ সংলগ্ন উত্তরবঙ্গে চোপরা-ফতেপুর সীমান্ত আউটপোস্টের কাছে ৮০ মিটার লম্বা এই নির্মিয়মাণ সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছে।
বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবী শরণ সিংহ কিষাণগঞ্জে বাহিনীর সেক্টোরাল সদর দফতরে বলেছেন, পাচারকারী কাঁটাতারের নিচে মাটির গভীরে এই সুড়ঙ্গ খুঁড়ছিল। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বাংলাদেশে পশু পাচারের কাছে সমস্যা হয়ে উঠেছে।এই সমস্যা মোকাবিলার উপায় খুঁজে বের করতেই ওই সুড়ঙ্গ খোলা হয়েছে।
ডিআইজি আরও বলেছেন, রাতের অন্ধকারে গাঢাকা দিয়ে দীর্ঘদিন ধরেই একটি চা বাগানের মধ্যে দিয়ে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হচ্ছিল।
এই সুড়ঙ্গের হদিশ মেলার পর সীমান্তে টহলদারি আরও জোরাল করেছে বিএসএফ।
বাংলাদেশে পশু পাচারের জন্য তৈরি সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ
ABP Ananda, web desk
Updated at:
26 Apr 2017 09:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -