সাম্বায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ, মৃত তিন জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2016 01:23 PM (IST)
জম্মু: জম্মুর সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমন্তের কাছে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আহত এক ভারতীয় সেনা জওয়ান। বিএসএফ-এর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে জম্মুর রামগড় জেলার সাম্বা সেক্টরে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তে সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরা দেখে তৎপর হয়ে যায় বিএসএফ জওয়ানরা।শুরু হয় গুলির লড়াই। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে সামান্য আহত হন এক সেনা জওয়ান। এরপরই এলাকা ঘিরে ফেলে বিএসএফ জওয়ানরা। চামিলিয়ালে জঙ্গলের মধ্যে এক ওয়াটার পয়েন্টের কাছে জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখছিল বিএসএফ। সেই সময়ই ফের গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয়েছে তিন জঙ্গির। আপাতত গুলির লড়াই বন্ধ হয়েছে। তবে এলাকায় চিরুণি তল্লাশি জারি রয়েছে।