পাক মদতে সীমান্ত পেরিয়ে ছয় জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ
ABP Ananda, web desk | 20 Oct 2016 01:01 PM (IST)
জম্মু: জম্মুর কাটুয়ায় সীমান্ত পেরিয়ে ছয় জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তারা বিএসএফের একটি টহলদারি ভ্যান লক্ষ্য করে হামলা চালায়। জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে হামলা চালায়। পাল্টা জবাব দেন বিএসএফ জওয়ানরাও। শুরু হয়ে যায় দুইপক্ষের গুলি বিনিময়। গতকাল রাত ১২ টা নাগাদ কাঠুয়ার বোবিয়া ফরোয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, জঙ্গিদের অনুপ্রবেশের সময় বিএসএফের ওই ভ্যান টহলদারি চালাচ্ছিল। জঙ্গিদের সঙ্গে বিএসএফ জওয়ানদের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় চলে। ওই আধিকারিক আরও বলেছেন, পাকিস্তানের বর্ডার আউট পোস্টগুলি থেকে জঙ্গিদের পক্ষে সাপোর্ট ফায়ারিংও সম্ভবত হয়েছিল। তিনি বলেছেন, পাক ঘাঁটিগুলির সামনেই এই ঘটনা ঘটে। তাই জঙ্গিদের অনুপ্রবেশে পাক রেঞ্জার্সদের কৌশলগত সহায়তা ছিল। ওই আধিকারিক আরও জানিয়েছেন, এলাকা আলোকিত করতে বিএসএফ যখন পারা বোমা ছোঁড়ে তখন জঙ্গিরা পিঠটান দেয়। পালানোর সময় তাদের এক আহতকে বয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে।