জম্মু: শারীরিক সক্ষমতার চূড়ান্ত পর্বের পরীক্ষা চলাকালে মারা গেলেন অংশগ্রহণকারী বিএসএফ জওয়ান। ১৬৩ ব্যাটালিয়নের ওই কনস্টেবলের নাম অনিল কুমার। গতকাল সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুরে সাবসিডিয়ারি ট্রেনিং সেন্টারে (এসটিসি) পরীক্ষা চলছিল।
বাহিনীর জনৈক পদস্থ অফিসার জানান, কনস্টেবল থেকে হেড কনস্টেবল পোস্টের প্রমোশনের জন্য গত ৮ সপ্তাহ ধরে জুনিয়র লিডারশিপ কোর্স চলছিল সেন্টারে। ফাইনাল ফিল্ড এফিসিয়েন্সি টেস্ট শুরু হয় সকাল সওয়া ৬ টায়। ৩.২ কিমি দৌড়তে বলা হয় পরীক্ষার্থীদের। শুরুর আগে সবার কাছে শারীরিক সমস্যার কথা জেনে নেওয়া হয়। কেউই কোনও অসুবিধার কথা বলেনি। অনিল কুমার চূড়ান্ত লক্ষ্যের কয়েক মিটার বাকি থাকতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন সেখানকার ডাক্তাররা।
ওই জওয়ান সুস্থই ছিলেন, ট্রেনিং পর্বে কোনও শারীরিক সমস্যা ছিল না তাঁর, জানান ওই অফিসার।