জম্মু: জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমানায় পাক রেঞ্জার্সের হামলায় নিহত সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ান। এই হামলার মুখের মতো জবাব দিয়েছে বিএসএফ-ও।
বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল সাড়ে নটা নাগাদ সাম্বা সেক্টরে বিএসএফের এই টহলদারি দলকে লক্ষ্য করে আচমকাই গুলি ছুঁড়তে শুরু করে পাক রেঞ্জার্স। ঘটনায় জখম হন কনস্টেবল তপন মন্ডল। পরে তাঁর মৃত্যু হয়।
গত ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীরের কামারা বেল্টে নিয়ন্ত্রণ রেখা এলাকায় পাক বাহিনী যুদ্ধবিরতি ভেঙে গুলি চালায়।
তার আগে ২৬ অক্টোবর কেরনি সেক্টরের শের শক্তি ও মান্ধার এলাকাতেও যুদ্ধবিরতি ভেঙে গুলি চালায় পাক বাহিনী।