জম্মু: জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনার। সীমান্তের ওপার থেকে পাক সেনার বিনা প্ররোচনায় গুলিবৃষ্টিতে মৃত্যু হল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ানের। বিএসএফের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের চারদিন আগে পাক সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করল। সেইসঙ্গে আন্তর্জাতিক সীমান্তে গুলি চালনার ঘটনা গত একমাস স্তিমিত থাকার পর ফের নতুন করে শুরু করল পাকিস্তান।
গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ মাঙ্গুচক এলাকায় বিনা প্ররোচনায় বিএসএফে ফরোয়ার্ড পোস্টগুলি লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে পাক সেনা। পাল্টা মুখের মতো জবাব দেন বিএসএফ জওয়ানরাও।
দু পক্ষের মধ্যে প্রায় ঘন্টাখানের গুলি বিনিময় হয়। এরইমধ্যে কনস্টেবল দেবেন্দর সিংহ গুলিবিদ্ধ হন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
দু পক্ষের মধ্যে এর পর থেকে মাঝেমধ্যেই গুলি বিনিময় চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাত্র ২৪ ঘন্টা আগেই কাঠুয়া জেলার হিরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচ জনের একটি সন্দেহভাজন গোষ্ঠীর গতিবিধি নজরে আসে বিএসএফের। ওই সন্দেহভাজনরা জঙ্গি বলেই অনুমান। এরপরই চিরুনি তল্লাশি শুরু হয় এবং জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়। এই ঘটনার পরই সাম্বাতে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করল।