নয়াদিল্লি:  শারীরিক সুস্থতা বাড়াতে রামদেবের যোগ ব্যায়াম কেন্দ্র থেকে গতবছর প্রশিক্ষণ নেওয়ার পর এবার পতঞ্জলির জিনিষ ব্যবহার করবে বিএসএফ জওয়ানরা। সূত্রের খবর, সীমান্ত এলাকা ও সারা দেশের বিভিন্ন বিএসএফ ছাউনিতে এবার থেকে পতঞ্জলির সামগ্রী পাওয়া যাবে। গতকালই এমন এক দোকানের উদ্বোধন করা হয়েছে রাজধানী দিল্লির বিএসএফ ক্যাম্পে।

বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের এক সংগঠন পতঞ্জলি আয়ুর্বেদের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে এই সংগঠন সমস্ত পতঞ্জলির জিনিষ বিএসএফ-এর বিভিন্ন ছাউনিতে বিক্রি করতে পারবে। বিএসএফ পরিচালিত দোকানগুলোতে সংস্থার বিভিন্ন সামগ্রীর ওপর প্রায় ১৫ থেকে ২৮ শতাংশ হারে ছাড় পাওয়া যাবে।

বিডব্লুডব্লুএ-র তত্ত্বাবধানে বিএসএফ-এর আগরতলা, তেকানপুর, গুয়াহাটি, যোধপুর, শিলিগুড়ি, জলন্ধর, কলকাতা, জম্মু, বেঙ্গালুরু, শিলচর,আমদাবাদ, হাজারিবাগ এবং ইনদওরের বিভিন্ন বিএসএফ ছাউনিতে এই সামগ্রী ডিসকাউন্ট রেটে পাওয়া যাবে। শীঘ্রই সেখানে দোকান খোলার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

বিডব্লুডব্লুএ-র সভাপতি এবং বিএসএফ ডিরেক্টর জেনারল কেকে শর্মার স্ত্রী রেণু শর্মা গতকাল দিল্লির দোকানটির উদ্বোধন করেন।