নয়াদিল্লি: স্বাধীনতা সংগ্রামী ভগত সিংহের ব্যবহৃত সেই ঐতিহাসিক পিস্তলটি এতদিন বিএসএফের কাছে তাঁদের ইনদওরের মিউজিয়ামে ছিল। এবার সেই পিস্তলটি সম্ভবত পঞ্জাব সরকারকে ফেরাতে চলেছে বিএসএফ।
চণ্ডীগড়ের এক আইনজীবী এইচ.সি আরোরা পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে পিটিশন দাখিল করেন। সেখানেই তিনি ভগত সিংহের ব্যবহৃত পিস্তলটি বিএসএফের থেকে ফেরত চান। বৃহস্পতিবার তিনিই জানিয়েছেন, বিএসএফ ঐতিহাসিক ওই পিস্তলটি পঞ্জাব সরকারকে ফিরিয়ে দেওয়ার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। বুধবার এবিষয়ে মৌখিক ভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিএসএফ। আগামী ২২ মে-র মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দেবে বিএসএফ।
এবছর মার্চে হাইকোর্ট পঞ্জাব সরকার, ভারত সরকার এবং বিএসএফকে একটি নোটিস পাঠায়। সেখানে বিএসএফ-এর ইনদওরের মিউজিয়াম থেকে স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটে খাটকার কালানের মিউজিয়ামে পিস্তলটি রাখার আর্জি জানানো হয়।
শেষবার এই পিস্তলটি চালানো হয়েছিল ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর। .৩২-এমএম কল্ট অটোমেটিক এই পিস্তল থেকে চলা গুলিতে শেষ প্রাণ গিয়েছিল ইংরেজদের অ্যাসিসট্যান্ট সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জন সৌন্দরের।
প্রসঙ্গত, ভগত সিংহের জন্মস্থানের ওই মিউজিয়ামেই তাঁর ব্যবহৃত অন্যান্য আরও সামগ্রীও রাখা আছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিজেদের কাছে থাকা ভগত সিংহের পিস্তল পঞ্জাব সরকারকে ফেরাতে পারে বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2017 11:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -