নয়াদিল্লি :  পঞ্জাবের ফিরোজপুর থেকে শুক্রবার একজন সন্দেহভাজনকে আটক করল বিএসএফ। মঙ্গলবার পাকিস্তানের ওপর ভারতের প্রত্যাঘাতের পর থেকেই ভারত-পাক সীমান্ত গুলিতে চূড়ান্ত করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। কোনোরকম সন্দেহজনক গতিবিধি চোখে পড়লেই নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা।

২১ বছর বয়সি ওই ব্যক্তির নাম মহম্মদ শাহরুখ ও সে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তার মধ্যে বেশ কিছু নম্বর বেশ সন্দেহজনক। সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকায় বাইকে করে বিছানার চাদর বিক্রি করছিল ওই ব্যক্তি।

ওই ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে কিন্তু তার কথাবার্তা ছিল অসংলঙ্গ ও সন্দেহজনক। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

ভারত-পাক সীমান্তে জারি রয়েছে হাই অ্যালার্ট। এই এলাকায় ওই ব্যক্তির কাজকর্ম ও অসংলঙ্গ কথাবার্তা সন্দেহজনক বলে মনে হওয়ায় সতর্কতার জন্য তাকে আটক করা হয়েছে।