আগরতলা: সন্দেহভাজন গরু পাচারকারীদের নিশানায় এবার বিএসএফ-এর এক কম্যান্ডিং অফিসার। রবিবার গভীর রাতে তাঁকে বেধড়ক মেরে, পিছনে থেকে গাড়ির ধাক্কা দিয়ে পালায় গরু পাচারকারীদের একটি দল। আহত আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরায়।
বিএসএফ-এর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড-ইন-কম্যান্ড পদের অফিসার দীপক.কে.মণ্ডলের অবস্থা সঙ্কটজনক। আহত অফিসারের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে চিকিত্সার জন্যে। রবিবার রাত দুটো নাগাদ মারধরের ঘটনাটি ঘটে। সিপাহিজানা জেলার বেলারডেপ্পা বর্ডার পোস্টের কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে চার চাকার গাড়ি দিয়ে জোরে পিছন থেকে ধাক্কা মারা হয় ওই আধিকারিককে।
গতকাল রাতে সেই সময় সীমান্তে পাহারায় ছিলেন ওই আধিকারিক সহ তাঁর দলের অন্য জওয়ানরা। আন্তর্জাতিক সীমান্তের এই জায়গাটায় কোনও বেড়া দেওয়া নেই বলে জানা গিয়েছে। গরুপাচার সহ অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতেই সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন ওই বিএসএফ আধিকারিক। ওই গভীর রাতে প্রায় ২০-২৫ জন গরু পাচারকারীর একটি দল ইঁট, লাঠি, বারুদ বোঝাই করে নিয়ে যাচ্ছিল। বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে বাধা দেওয়ার চেষ্টা করলেই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। পাচারকারীদের গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে। মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে ওই অফিসারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপর এক বিএসএফ জওয়ান নিজের একে ৪৭ থেকে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়।
ত্রিপুরায় বিএসএফ আধিকারিককে ইচ্ছা করে গাড়ির ধাক্কা গরু পাচারকারীদের, অবস্থা আশঙ্কাজনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 01:35 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -