মঙ্গলবার শেষকৃত্য শহিদ জওয়ান সুশীল কুমারের
Web Desk, ABP Ananda | 25 Oct 2016 11:03 AM (IST)
জম্মু: হরিয়ানার কুরুক্ষেত্রের পিহোয়ায় গ্রামের বাড়িতে পৌঁছল শহিদ জওয়ান সুশীল কুমারের দেহ। আজই তাঁর শেষকৃত্য। রবিবার আরএস পুরা সেক্টরে হামলা চালায় পাক রেঞ্জার্স। গুলির লড়াইয়ে মৃত্যু হয় বিএসএফের হেড কনস্টেবল সুশীল কুমারের। বুকে গুলি লেগেছিল সুশীলের। সোমবার জম্মুর পালউরার বিএসএফ ক্যাম্পে তাঁকে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা।