জম্মু: পাকিস্তানের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া জবাব দিল সীমান্তরক্ষী বাহিনী। ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে, গত ৪ দিনে পাকিস্তানের ওপর ৯০০০ মর্টার শেল দেগেছে তারা। এতে ধ্বংস হয়ে গিয়েছে বেশ কয়েকটি পাক ছাউনি।


পরিস্থিতির জেরে পাক সেনা প্রধান জাভেদ বাজওয়া সীমান্ত পরিদর্শন করেছেন।

বিএসএফ দুটি ছোট ভিডিও জারি করে জানিয়েছে, পাক হামলায় ৫ জওয়ান সহ ১২ জন ভারতীয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানের বেশ কয়েকটি চৌকি ছারখার করে দিয়েছে তারা। এই চৌকিগুলি থেকেই পাক রেঞ্জার্সে গোলাবারুদ ও জ্বালানি সরবরাহ হত।



১৮ তারিখ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর টানা মর্টার দেগে চলেছে তারা। কিন্তু বিএসএফের মুখের মত জবাবে পাক সেনা প্রধান বাজওয়া তড়িঘড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তাঁর হুমকি, ২০০৩-এর যুদ্ধবিরতি চুক্তি আর মেনে চলবে না পাকিস্তান। ভারত যেমন প্ররোচনামূলক কাজ করবে, তেমনই জবাব দেবে তারা।