শ্রীনগর: দীর্ঘ কয়েক মাস ধরে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের জের। শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাকিস্তানের সঙ্গে কোনওরকম মিষ্টি বিনিময় করল না ভারত।
প্রসঙ্গত, হালে ভারত-পাক সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে গিয়েছে। এর জেরে সীমান্তে গোলাগুলি-সংঘর্ষ ঘটছেই। প্রতিদিনই মৃত্যু হচ্ছে সেনা জওয়ানের বা আমজনতার। এই উত্তপ্ত পরিস্থিতিতে মিষ্টি বিনিময় সম্ভব নয়, তাই শুভেচ্ছা বিনিময়ের কোনও উদ্যোগও নেয়নি বিএসএফ। বিএসএফ-এর তরফে সেই বার্তা বৃহস্পতিবার পাকিস্তানি রেঞ্জার্সদের জানিয়ে দেওয়াও হয়েছিল বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ কয়েকবছর ধরে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ঈদ, দিপাবলী সহ নানা অনুষ্ঠানে দুদেশের নিরাপত্তাবাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে আন্তর্জাতিক সীমান্তে। কিন্তু গত কয়েকমাসের পরিস্থিতির জেরে, এবছর সেই নিয়ম লঙ্ঘন করা হল।
সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জের, পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় করল না ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2018 04:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -