চন্ডিগড়: সৌহার্দ্যের বার্তা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের। ভুলক্রমে ভারতে ঢুকে পড়া এক পাকিস্তানি বৃদ্ধকে সে দেশের হাতে তুলে দিল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের হাতে ৬০ বছরের ওই বৃদ্ধকে তুলে দেয় বিএসএফ।
গত শুক্রবার অমৃতসর সেক্টরের দোনা রাজা দীন নাথ আউট পোস্টের বিএসএফ জওয়ানদের হাতে মুরিদ ফকির নামে ওই পাক নাগরিক ধরা পড়েন। তাঁর বাড়ি পাকিস্তানের জাখওয়া বাদে। ভুলক্রমে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে চলে আসেন বলে বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন।
এরপরই বিএসএফ পাক রেঞ্জার্সের সঙ্গে যোগাযোগ করে মানবতার খাতিরে ওই বৃদ্ধকে সেদেশে ফিরিয়ে দেয়।