পঞ্জাবে ভারত-পাক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত পাঁচ অনুপ্রবেশকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2020 01:52 PM (IST)
পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তে পাঁচ সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আধিকারিকরা জানিয়েছেন, তরন তারন জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোর পাঁচটা নাগাদ কিছু সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে বিএসএফের ১০৩ ব্যাটেলিয়নের জওয়ানদের।
চণ্ডিগড়: পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তে পাঁচ সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আধিকারিকরা জানিয়েছেন, তরন তারন জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোর পাঁচটা নাগাদ কিছু সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে বিএসএফের ১০৩ ব্যাটেলিয়নের জওয়ানদের। তরন তারন জেলার ভিখিউইন্ড মহকুমার ডাল গ্রামের কাছে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা দেখে সতর্ক হয়ে যান জওয়ানরা। তাদের বাধা দিলে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় অনুপ্রবেশকারীরা। এরপরই আত্মরক্ষায় গুলি চালান জওয়ানরা। গুলি বিনিময়ে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। জানা গেছে, এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিহত পাঁচ অনুপ্রবেশকারীর একজনের মৃতদেহের কাছ থেকে একটি একে-সিরিজের রাইফেল রয়েছে। উল্লেখ্য, গত ২০ জুন জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত একটি পাক ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ। সংবাদসংস্থা জানায় যে, কাঠুয়া জেলা রাঠুয়া গ্রামে আন্তর্জাতিক সীমানা বরাবর ফরোয়ার্ড পোস্টে ওই ড্রোনটি গুলি করে নামানো হয়েছিল।