নয়াদিল্লি: জওয়ানদের জন্য যোগের প্রশিক্ষণ আরও জোরদার করার সিদ্ধান্ত নিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বাহিনীর প্রত্যেক প্লেটুনের জন্য যোগশিক্ষার জন্য অন্তত একজন প্রশিক্ষক চাইছে বিএসএফ। এজন্য যোগ ব্যায়াম ও দক্ষতার প্রশিক্ষণ নিতে খুব শীঘ্রই বিএসএফ ১,৯০০ জওয়ানকে যোগগুরু রামদেবের হরিদ্বারের আশ্রমে পাঠাচ্ছে। বাহিনীর প্রধান কে কে শর্মা আন্তর্জাতিক যোগ দিবসে একথা জানিয়েছেন।
উল্লেখ্য, বিএসএফের প্রত্যেক প্লেটুনে রয়েছেন ৩৫ জওয়ান।
বিএসএফ ডিজি বলেছেন, মানসিক চাপ দূর করার ক্ষেত্রে যোগ খুবই কার্যকর। বিএসএফ জওয়ানরা দেশের সবচেয়ে কঠিন ও প্রতিকূল পরিবেশে কাজ করেন। এজন্য জওয়ানদের জন্য যোগের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।
ডিজি আরও বলেছেন, বিএসএফ ইতিমধ্যেই যোগকে জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে সংযোজিত করেছে। বাহিনীর দুই হাজার জওয়ানকে এখনও পর্যন্ত যোগের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গুজরাতের মোরারজি দেশাই ইন্সস্টিটিউট এবং হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার যোগচর্চাকে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগামী মাসে হরিদ্বারে প্রাথমিক প্রশিক্ষণ প্রাপ্ত ১,৯০০ জনকে পাঠানো হচ্ছে। রামদেব স্বয়ং তাঁদের প্রশিক্ষণ দেবেন।
দেশের বাহিনীগুলির যোগ-দলগুলিকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন বিএসএফের ডিজি। উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে সেরার পুরস্কার পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর যোগ-দল।
তিনি বলেছেন, যোগ কোনও ব্যক্তির মানসিক ইচ্ছাশক্তি এবং উত্পাদনশীলতা বাড়ায়। এজন্য আড়াই লক্ষ কর্মীর বিএসএফের জন্য যোগ খুবই প্রয়োজনীয়।
যোগ প্রশিক্ষণ নিতে রামদেবের আশ্রমে ১,৯০০ জওয়ানকে পাঠাচ্ছে বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 03:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -