জয়সলমের: রাজস্থানের ভারত-পাক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার গরুর গলায় থাকা ঘণ্টি এবং জাল বসাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বাহিনীর ডিআইজি রবি গাঁধী জানান, জয়সলমের জেলায় সীমান্ত অঞ্চল দিয়ে অনুপ্রবেশ রুখতে জায়গায় জায়গায় গুরুর ঘণ্টি, জাল এবং ট্রিপ লেয়ার বসানো হয়েছে।
গরুর ঘণ্টিগুলিকে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। যদি কোনও অনুপ্রবেশকারী কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করতে চায়, তাহলে ঘণ্টি বেজে উঠবে। তাতে বিএসএফ জওয়ানরা সতর্ক হয়ে যাবে।
রবি জানান, অনেক জায়গায় চোরা ট্রিপ লেয়ার বসানো হয়েছে। এই ট্রিপ লেয়ারগুলি আদতে একটি বাজি। তারে ছোঁয়া লাগলেই সেটি জ্বলে ওঠে আর বাহিনীকে সাবধান করে দেয়। অন্যদিকে, জাল পাতা থাকলে সেখানে অনুপ্রবেশকারীর পা আটকে যাবে।
অনুপ্রবেশ নিয়ে একই কথা শোনা গেল বাহিনীর প্রধানের গলায়। নয়াদিল্লিতে এদিন বিএসএফ ডিজি কে কে শর্মা জানান, পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে যে রাজ্যগুলি যেমন জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান—সেখানে নিরাপত্তাকে আঁটোসাঁটো করা হয়েছে। বাহিনীর সহায়তার জন্য তাদের হাতে অত্যাধুনিক গ্যাজেট দেওয়া হয়েছে। পাশাপাশি, লোকবলও বাড়ানো হয়েছে।
পাক-সীমান্তে অনুপ্রবেশ রুখতে গরুর ঘণ্টি, জাল ব্যবহার করছে বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 02:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -