নয়াদিল্লি: সাইবার হানার পর ডিফল্ট সিস্টেম পাসওয়ার্ড বদল করার জন্য ব্রডব্যান্ড গ্রাহকদের অনুরোধ করল বিএসএনএল।
গত সপ্তাহে ম্যালওয়্যার হানার শিকার হয় রাষ্ট্রায়ত্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার ব্রডব্যান্ড বিভাগের একাংশ। ওই হানায় প্রায় ২ হাজার ব্রডব্যান্ড মডেম ক্ষতিগ্রস্ত হয়। তারপরও গ্রাহকরা ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকা ‘অ্যাডমিন’ পরিবর্তন করেননি।
এদিন সংস্থার চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানান, গত সপ্তাহে যে হামলা হয়েছিল, সেখানে বিএসএনএল-এর কোর নেটওয়ার্কে কোনও ক্ষতি না হলেও, মূলত তা সীমাবদ্ধ ছিল ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনে। বিশেষ করে, যারা ডিফল্ট পাসওয়ার্ড রেখে দিয়েছিলেন, তাঁদের অনেকেই হামলার পর লগ-ইন করতে পারছিলেন না।
তিনি বলেন, এখন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এখন আমরা গ্রাহকদের আহ্বান করছি, তাঁরা যেন অবিলম্বে নিজেদের সিস্টেমের পাসওয়ার্ড পরিবর্তন করেন। শ্রীবাস্তবের আশ্বাস, পাসওয়ার্ড পরিবর্তন করার পর তাঁরা নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।