জিও, এয়ারটেলকে টেক্কা দিতে ৩৩৯ টাকায় ৫৬ জিবি ডেটা অফার বিএসএনএলের
ABP Ananda, web desk
Updated at:
17 Mar 2017 08:23 AM (IST)
নয়াদিল্লি: টেলিকম শিল্পে মাসুল-যুদ্ধে এবার সামিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। জিও-র যে ডেটা অফার রয়েছে তার তুলনায় দ্বিগুণ ডেটা সংক্রান্ত নয়া প্ল্যান নিয়ে এল বিএসএনএল। সঙ্গে নিজস্ব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুযোগ। রিলায়্যান্স জিও-র দিনে ১ জিবি ডেটার পাল্টা হিসেবে বিএসএনএল ২জিবি ডেটার অফার দিয়েছে। কোনও ধরনের স্পেশ্যাল মেম্বারশিপ ছাড়াই ৩৩৯ টাকায় ২৮ দিনের ওই প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। দিনে ২ জিবি পর্যন্ত যতখুশি ডেটা ব্যবহার করা যাবে। নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধার পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কে দিনে ২৫ মিনিট ফ্রি কলের সুবিধা পাওয়া যাবে। এই সীমা ছাড়ালে প্রতি মিনিটে ২৫ পয়সা করে চার্জ দিতে হবে।
তবে জিও ও এয়ারটেল ৪জি পরিষেবা দিলেও বিএসএনএল এই সুবিধা দিচ্ছে ৩জি-র আওতায়।
প্রিপেড ও পোস্টপেড-উভয় ধরনের গ্রাহকরাই অনলাইনে গিয়ে এই অফার রিচার্জ করতে পারবেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -