নয়াদিল্লি: বাজারে অন্যান্য প্রতিযোগীদের টেক্কা দিতে নয়া ডেটা প্ল্যান ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল। মাত্র ১,০৯৯ টাকায় আনলিমিটেড ৩ জি ডেটা প্ল্যান ঘোষণা করল কোম্পানি। এ ছাড়াও অন্য কয়েকটি প্ল্যানে ডেটা লিমিট দ্বিগুণ করা হয়েছে।

বিএসএনএল চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব বলেছেন, নেটওয়ার্ক আরও ভালো হচ্ছে এবং গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রথম টেলিকম কোম্পানি হিসেবে ১,০৯৯ টাকায় আনলিমিটেড ৩ জি ডেটা প্ল্যান দিচ্ছে।

এছাড়াও বিএসএনএল তাদের ৫৪৯ টাকার ৩ জি ডেটা প্ল্যানের ব্যবহারের সীমা ৫ জিবি থেকে বাড়িয়ে ১০ জিবি করেছে। এইভাবে অন্যান্য প্ল্যানেও ডেটা ব্যবহারের সীমা বাড়ানো হয়েছে।