২৪৯ টাকায় দিনে ১০ জিবি ডেটা অফার বিএসএনএলের
ABP Ananda, web desk | 03 Apr 2017 06:38 PM (IST)
নয়াদিল্লি: রিলায়েন্স জিও-র অফারের কথা মাথায় রেখে প্রত্যেক টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্ল্যান ঘোষণা করছে। এই টক্করে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা নয়া অফার নিয়ে এল। এই অফারে কোম্পানি গ্রাহকদের প্রতিদিন ১০ জিবি ডেটা দেবে। যে কোনও কোম্পানির তুলনায় এই ডেটা অফার সবচেয়ে বেশি।এই অফারের দাম মাসে ২৪৯ টাকা। যদিও এই অফারে আনলিমিটেড কলিংয়ের সুযোগ দিনের সব সময় পাওয়া যাবে না। শুধুমাত্র রাত ৯ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এই সুযোগ মিলবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিএসএনএলের এই প্ল্যানে গ্রাহকরা ২ এমবিপিএস ডেটা স্পিড পাবেন, যা অন্যান্য কোম্পানির তুলনায় কম।এটাই এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা ডেটা ট্যারিফ প্ল্যান। সম্প্রতি রিলায়েন্স জিও তাদের প্রাইম মেম্বারশিপ নেওয়ার শেষ সময় বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করেছে। এর সঙ্গে কোম্পানি জিও সামার সারপ্রাইজ অফারও ঘোষণা করেছে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা তিন মাস পর্যন্ত কমপ্লিমেন্টারি সার্ভিস পাবেন।