রিলায়েন্স জিওর রোজ ১.৫ জিবি ডেটার পাল্টা অতিরিক্ত ২ জিবি দিচ্ছে বিএসএনএল
Web Desk, ABP Ananda | 21 Jun 2018 06:05 PM (IST)
নয়াদিল্লি: রিলায়েন্স জিওর মোকাবিলায় এবার পাল্টা ডেটা প্ল্যানের কথা ঘোষণা করল বিএসএনএল। নির্দিষ্ট কিছু প্ল্যানের ক্ষেত্রে রোজ ১.৫ জিবি করে অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও। বিএসএনএল সেখানে রোজ ২ জিবি করে অতিরিক্ত ডেটা দেওয়ার কথা ঘোষণা করল। এ মাসের ১৮ তারিখ থেকে বিএসএনএল-এর নতুন অফারের মেয়াদ শুরু হয়েছে। ৯৯৯, ৬৬৬, ৪৮৫, ৪২৯ ও ১৮৬ টাকার কম্বো প্ল্যানে থ্রি জি ডেটা দেওয়া হলেও, জিওর ফোর জি ইন্টারনেটের তুলনায় ভাল অফার বলেই মনে করছেন ব্যবহারকারীরা। ১৮৬ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য রোজ ৩ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। জিওর ১৪৯ টাকার প্ল্যানের মোকাবিলায় এই অফার দিচ্ছে বিএসএনএল। ৪২৯ টাকার প্ল্যানে ৮১ দিনের জন্য রোজ ৩ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। ৬৬৬ টাকার প্ল্যানে ১২০ দিনের জন্য রোজ ৩.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। ৯৯৯ টাকার প্ল্যানে ১৮০ দিনের জন্য রোজ ৩ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। এছাড়া ৩৩৩ রেন্টালে রোজ ৫ জিবি করে এবং ৪৪৪ টাকার প্রিপেইড প্ল্যানে রোজ ৬ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। রিলায়েন্স জিওর মতোই বিএসএনএল-ও প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিচ্ছে। বিএসএনএল জিওর পাল্টা অফার এনে সরাসরি প্রতিযোগিতা শুরু করে দিলেও, অন্য দুই টেলিকম সংস্থা এয়ারটেল ও ভোডাফোন এখনও সেরকম কোনও প্ল্যানের কথা ঘোষণা করেনি।