নয়াদিল্লি: গ্রাহকদের নববর্ষের উপহার রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল-এর। ১৪৪ টাকায় যে কোনও নেটওয়ার্কে এক মাস আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের অফার নিয়ে এল বিএসএনএল।
উল্লেখ্য, বিভিন্ন টেলিকম কোম্পানি নিখরচায় কলের প্ল্যান নিয়ে এসেছে। এবার বিএসএনএল-ও সেই ধরনের অফারই গ্রাহকদের দিল। কোম্পানির চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব বলেছেন, এই অফার ছয় মাসের জন্য বৈধ থাকবে। এই প্ল্যানের মাধ্যমে মাসে ১৪৪ টাকায় যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সঙ্গে থাকবে ৩০০ এমবি ডেটাও। প্রিপেড ও পোস্ট পেড-উভয় ধরনের গ্রাহকদের জন্যই এই অফার প্রযোজ্য হবে। বিএসএনএল দেশে ৪,৪০০ টি ওয়াই-ফাই হটস্পট শুরু সহ একাধিক পদক্ষেপ নিয়েছে।
মাসে ১৪৪ টাকায় আনলিমিটেড কলের অফার বিএসএনএলের
ABP Ananda, web desk
Updated at:
02 Jan 2017 11:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -