নয়াদিল্লি: রিলায়েন্স জিও আসার সঙ্গে সঙ্গে টেলিকম বাজারে শুরু হয়ে গেছে বিভিন্ন টেলিকম সংস্থার মধ্যে বাজার ধরে রাখার লড়াই। রিলায়েন্স জিওকে টক্কর দিতে এবার বিএসএনএল বাজারে আনতে চলেছে ফ্রি ভয়েস কলের সুবিধা। বিএসএনএল-এর এক প্রবীণ আধিকারিক বুধবার একথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত বিএসএনএল-এর এই পরিষেবা ফোর জি ছাড়াও টুজি এবং থ্রিজি ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন। কারণ, এখনও পর্যন্ত টেলিকম বাজারে বেশিরভাগ ব্যবহারকারীই টুজি এবং থ্রিজি পরিষেবা ব্যবহার করেন, মন্তব্য সেই আধিকারিকের। এদিকে রিলায়েন্স জিও-র ফ্রি ভয়েস কলের সুবিধা এখনও একমাত্র ফোর জি ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারছে।
এদিকে রিলায়েন্স জিও-র ট্যারিফ পরিষেবাকে টক্কর দিতে, বিএসএনএল আগামী জানুয়ারি থেকে সারা জীবনের জন্যে ফ্রি ভয়েস প্ল্যানের সুবিধা দিতে চলেছে তাঁদের পরিষেবা ব্যবহারকারীদের।
বিএসএনএল-এর কেরল, হিমাচল প্রদেশ, ওড়িশ্যা, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরপ্রদেশে বহু ব্যবহারকারী রয়েছে। আগামী জানুয়ারি থেকে সংস্থার পরিকল্পনা রয়েছে জিরো ভয়েস ট্যারিফ পরিষেবা দেওয়া হবে তাঁদের ব্যবহারকারীদের। এদিকে জিও-র ভয়েস ট্যারিফ প্যাকেজ শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। কাজেই বিএসএনএল-এর এই স্কিম বাজারে আসলে কার্যত কিছুটা পাচে পড়ে যাবে জিও।
এই পরিষেবাগুলো বিএসএনএল-এর মোবাইল পরিষেবা ব্যবহারকারী, যাঁদের বাড়িতে বিএসএনএল-এর ব্রডব্যান্ড কানেকশন আছে, তাঁরা উপভোগ করতে পারবেন।
তবে বিশেষজ্ঞদের ধারণা বিএসএনএল-এর এই প্রস্তাবের পর আরও চাপে পড়ে যাবে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাগুলো।
জিওকে টক্কর দিতে বিএসএনএল বাজারে আনছে ফ্রি ভয়েস কলের সুবিধা, আরও সস্তার প্যাকেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Sep 2016 12:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -