নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) খুব শীঘ্রই চালু করতে চলেছে ৪ জি সিম। এজন্য প্রস্তুতি চলছে জোরকদমে। এমনই খবর সূত্রের। সরকারি আধিকারিকরা বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ক্ষেত্রে এটা হবে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ।
এই ৪ জি সিম কীভাবে পাওয়া যাবে?
বিএসএনএলের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানা যায় নি। তবে ট্রাক.ইন-এ প্রকাশিত রিপোর্ট অনুসারে, অপারেটর এই ৪ জি সিম মাত্র ২০ টাকায় বিক্রি করবে। এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের বিএসএনএলের নয়া সিম নিতে হবে। এ জন্য গ্রাহকদের বিএসএনএলের অফিসে যেতে হবে। এক্ষেত্রে গ্রাহকরা তাঁদের পুরানো বিএসএনএল নম্বরই পাবেন। অন্য পরিষেবা প্রদানকারী সংস্থার সিম ব্যবহারকারীরাও তাঁদের নম্বরেই বিএসএনএলের এই সংযোগ নিতে পারবেন।
২০০৯-এ বিএসএনএল ৩ জি পরিষেবা চালু করে। এখন রিলায়েন্স জিও এবং এয়ারটেলকে টক্কর দেওয়ার চেষ্টা করছে। এজন্য বিএসএনএল প্রায়ই নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। ডেটার ক্ষেত্রেও ওই দুই কোম্পানিকে টেক্কা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিএসএনএল। কোম্পানি সম্প্রতি দাবি করেছে, চলতি বছরের মার্চে প্রায় ৪০ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন। সেইসঙ্গে এমএনপি-র সাহায্যে প্রায় ১২ লক্ষ গ্রাহক পেয়েছে বিএসএনএল। নয়া প্ল্যান ও স্কিমের সাহায্যে গ্রাহকদের আকর্ষণের চেষ্টা করছে। এখন দেখার ৪ জি সিম চালু করলে সেই চেষ্টায় কতটা সাফল্য পায় বিএসএনএল।