নয়াদিল্লি: টেলিকম ক্ষেত্রে পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল তিনটি নয়া অফার ঘোষণা করেছে। এই প্ল্যানগুলির নাম দিল 'খোল কে বোল', 'নহলে পে দোহলা', 'ট্রিপল এস'। এরইসঙ্গে বিএসএনএল তাদের চালু ৩৩৯ টাকার প্ল্যানেও পরিবর্তন এনেছে।
বিএসএনএল-এর 'দিল খোল কে বোল' অফারের সুবিধা পেতে গ্রাহকদের ৩৪৯ টাকার রিচার্জ করতে হবে। এতে গ্রাহক প্রতিদিন ২ জিবি ৩জি ডেটার সঙ্গে পাবেন আনলিমিটেড কলের সুযোগ।
'ট্রিপল এস' অফারের সুবিধা পেতে গ্রাহকদের ৩৩৩ টাকা রিচার্জ করতে হবে। এতে গ্রাহক প্রতিদিন ৩ জিবি ৩ জি ডেটা ব্যবহার করতে পারবেন।এই প্যাকের বৈধতা ৯০ দিন।
'নহলে পে দোহলা' অফারের সুবিধা পেতে ৩৯৫ টাকা রিচার্জ করতে হবে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা বিএসএনএল নেটওয়ার্কে ৩,০০০ মিটিন ও অন্য নেটওয়ার্কে ১,৮০০ মিনিট কল টাইম ছাড়াও পাবেন দিনে ৩ জি স্পিডে ২ জিবি ডেটা। এই অফারের বৈধতা ৭১ দিন।
এছাড়াও বর্তমানের ৩৩৯ টাকার প্ল্যানেও বদল এনেছে বিএসএনএল। এই প্ল্যানে ডেটা ২ জিবির বদলে ৩ জিবি করা হয়েছে।
নয়া অফার বিএসএনএলের, দৈনিক ৩ জিবি ৩ জি ডেটা ৯০ দিনের জন্য
ABP Ananda, web desk
Updated at:
22 Apr 2017 01:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -