নয়াদিল্লি: এবার বিএসএনএল আনতে চলেছে দ্রুতগতির ৪জি পরিষেবা। ৩জি থেকে অন্তত ১০ গুণ দ্রুত গতি সম্পন্ন এই পরিষেবা প্রথম শুরু হবে কেরলে। জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে এই লং টার্ম ইভোলিউশন বা এলটিই সার্ভিস।

কেরলের পর বিএসএনএল এই পরিষেবা দেবে ওড়িশায়। যেখানে ৩জির গতি ভাল নয়, সে সব জায়গাতেই মূলত আরও অনেক বেশি গতিসম্পন্ন এই পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তারা। সরকারি এই সংস্থার কাছে ৫ মেগাহার্টজ স্পেকট্রাম ও ২১০০ মেগাহার্ডজ ব্যান্ড রয়েছে, তার সাহায্যে ৪জি পরিষেবা দেওয়া হবে। অন্যান্য রাজ্যেও ৪জি পৌঁছে দিতে আরও ৫ মেগাহার্টজ স্পেকট্রাম চেয়েছে তারা।

আপাতত ২জি ও ৩জি পরিষেবা দেয় বিএসএনএল। গোটা দেশে তাদের গ্রাহকসংখ্যা ১০ কোটির মত। ১৬,০০০ হটস্পটে তারা ওয়াই ফাই পরিষেবাও দেয়।

এই মুহূর্তে ৪জি পরিষেবা দেয় শুধু রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া। টেলিকমের বাজারে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি। বাজারে টিকে থাকতে কেন্দ্রীয় সরকার দুই সরকারি টেলিকম সংস্থা এমটিএনএল ও বিএসএনএল মিশিয়ে দিতে চাইছে।