নয়াদিল্লি: রিলায়েন্স জিও তাদের জবরদস্ত অফারের মাধ্যমে টেলিকম ক্ষেত্রে শোরগোল ফেলেছে। এরপর সমস্ত টেলিকম কোম্পানিই গ্রাহক টানতে অপেক্ষাকৃত স্বল্পমূল্যে বিভিন্ন অফার ঘোষণা করছে। এরইমধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-ও নতুন অফার পেশ করতে চলেছে। মাসে মাত্র ১৪৯ টাকায় যে কোনও নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলের সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে বিএসএনএল।
বিএসএনএল সিএমডি অনুপম শ্রীবাস্তব বলেছেন, ১৪৯ টাকায় গ্রাহকদের যে কোনও নেটওয়ার্কে লোকাল ও ন্যাশনাল ভয়েস কলের সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী মাস থেকে এই অফার দেওয়া হবে বলে আশা।
ফ্রি ভয়েস কলের সঙ্গে বিএসএনএল  তাদের গ্রাহকদের কিছু পরিমাণ ডেটাও দিতে পারে।
এ ধরনের অফারের সাহায্যে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা গ্রাহকদের আকর্ষণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।
এর আগে বিএসএনএল তাদের নেটওয়ার্কে  ৯৯ টাকায় আনলিমিটেড কল প্ল্যান চালু করেছে। এই প্ল্যান কলকাতা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, মহারাষ্ট্র ও রাজস্থান নেটওয়ার্কের মধ্যে কলের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
অনুপম শ্রীবাস্তব জানিয়েছে, তাঁদের গ্রাহক সংখ্যা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার লক্ষ্য নেওয়া হয়েছে। গ্রাহক সংখ্যার বিচারে এক সময়ের শীর্ষে থাকা বিএসএনএলের ষষ্ঠ স্থানে নেমে এসেছিল । এখন ফের চতুর্থ স্থানে ফিরে এসেছে।