নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) –র নয়া প্ল্যান। জিও-কে টক্কর দিতে ৪২৯ টাকার এই প্ল্যান ঘোষণা করল বিএসএনএল। এই প্ল্যানের মাধ্যমে ৪২৯ টাকায় আললিমিটেড কল, ৯০ জিবি ডেটা পাওয়া যাবে ৯০ দিন অর্থাত্ তিনমাসের জন্য।
গতকাল এক বিবৃতিতে বিএসএনএল জানিয়েছে, এই প্ল্যানের আওতায় (কেরল সার্কেল বাদে) যে কোনও নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কল (লোকাল ও এসটিডি) ৯০ দিনের জন্য পাওয়া যাবে।সঙ্গে প্রতিদিন ১ জিবি করে ডেটা।
বিএসএনএল-র বোর্ড নির্দেশক (কনজিউমার মোবাইল) আর কে মিত্তাল বলেছেন, এই প্ল্যান ৪২৯ টাকার, অর্থাত্ প্রতি মাসে ১৪৩ টাকায় আনলিমিটিডে কল ও দৈনিক এক জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। বর্তমানে বাজারে এটাই সবচেয়ে আকর্ষণীয় প্ল্যান বলেও মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, জিও এবং এয়ারটেলের ৩৯৯ টাকায় ৮৪ দিনের জন্য আনলিমিটেড কল ও ৪ জি ডেটার  প্ল্যান রয়েছে। এতে ৮৪ জিবি ডেটা পাওয়া যায়।