নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল নয়া উপহার। বিএসএনএল-এর সংযোগ ব্যবহার করলেও ইন্টারনেট ব্যবহার করেন না, এমন গ্রাহকদের জন্যই এই উপহার। ওই ধরনের গ্রাহকদের এবার নিখরচায় ১ জিবি ডেটা দেওয়ার কথা জানিয়েছে।
বিএসএনএল এক বিবৃতিতে বলেছে, স্মার্টফোন ব্যবহারকারীদের নিখরচায় এই ডেটা দেওয়ার উদ্দেশ্য হল ডিজিটাল ইন্ডিয়া অভিযানকে প্রোমোট করা এবং প্রিপেড মোবাইল পরিষেবা ব্যবহারকারীদের কাছে আরও বেশি করে  ইন্টারনেট পৌঁছে দেওয়া।
বিএসএনএল বলেছে, প্রেজেন্স অ্যাক্রশ নেশন-এক মাধ্যমে সেই গ্রাহকদের ১ জিবি ডেটা নিখরচায় দেওয়া হচ্ছে যাঁরা কোম্পানির জিএসএম ডেটা ব্যবহার করেন না। বিএসএনএলের নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি এই উদ্যোগের লক্ষ্য।
উল্লেখ্য, টেলিকম সেক্টরে ডেটা ট্যারিফ-যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিএসএনএল এর আগে দৈনিক ২ জিবি ৩ জি ডেটার অফার চালু করেছিল। এই অফারে মাসে ৩৩৯ টাকায় গ্রাহকরা এই সুবিধা পাবেন। এছাড়াও এই অফারের আওতায় রয়েছে নিজস্ব নেটওয়ার্কে যত খুশি কলের সুবিধাও।