নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এমনই অনুমান বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর। সেই পরিস্থিতিতে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সে কথা মাথায় রেখেই বিজেপি-কে হারানোর জন্য যে কোনও দলের সঙ্গে জোটের সম্ভাবনা খোলা রাখতে চাইছেন তিনি। তাই শনিবার দলীয় নেতাদের জোটের বিষয়ে কোনও মন্তব্য না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বসপা সুপ্রিমো। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় দলীয় নেতা জয়প্রকাশ সিংহকে বহিষ্কারও করেছেন মায়াবতী।


এদিন দিল্লিতে নিজের বাসভবনে বসপা কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠক করেন মায়াবতী। সেই বৈঠকেই তিনি নির্দেশ দেন, দলের কোনও নেতা জোট নিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করতে পারবেন না। যা বলার তিনিই বলবেন। এই বৈঠকেই জয়প্রকাশকে দল থেকে বহিষ্কার করার কথা জানান মায়াবতী।

সম্প্রতি জয়প্রকাশ বলেন, রাহুলের মা বিদেশি হওয়ায় তাঁর পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হবে না। মোদীকে আবার গব্বর সিংহ বলে বসেন মায়াবতীর পর বসপা-র দ্বিতীয় ক্ষমতাশালী এই নেতা। এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তাঁকে দল থেকে বহিষ্কার করলেন মায়াবতী।