নয়াদিল্লি: সনিয়া গাঁধীকে ‘বিদেশি মা’ বলে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে নিশানা করায় বিএসপি নেতাকে পদ থেকে সরিয়ে দিলেন দলের নেত্রী মায়াবতী। উল্লেখ্য, এর আগে বিএসপি-র কোঅর্ডিনেটর জয়প্রকাশ রাহুল গাঁধীকে নিশানা করেন। তিনি বলেন, রাহুল কখনওই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, তাঁর চেহারায় বাবা রাজীব গাঁধীর তুলনায় বিদেশি মা সনিয়া গাঁধীর মিল বেশি মিল রয়েছে।
জয় প্রকাশের এই বক্তব্য আদৌ ভালোভাবে নেননি বিএসপি নেত্রী মায়াবতী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, বিএসপি-তে এ ধরনের বিবৃতি সংস্কৃতি-বিরুদ্ধ। তিনি আরও বলেছেন, জয়প্রকাশের ওই মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই। এটি জয়প্রকাশের ব্যক্তিগত মতামত। একই সঙ্গে জয়প্রকাশকে অবিলম্বে তাঁর পদ থেকে সরানোর কথাও ঘোষণা করেন বিএসপি নেত্রী। দলের সমস্ত নেতা ও কর্মীদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন মায়াবতী।

জয়প্রকাশের বিবৃতিকে হাতিয়ার করে বিজেপি বিরোধীদের মহাজোট গঠনের উদ্যোগকে কটাক্ষ করে।