গুরুগ্রাম: হরিয়ানার গুরুগ্রামে অম্বেদকর ভবনে প্রতিষ্ঠিত বহুজন সমাজ পার্টি(বিএসপি)-র প্রতিষ্ঠাতা কাঁসি রামের মূর্তি ভাঙচুর।

গোটা ঘটনা ধরা পড়েছে ভবনের সিসিটিভি ফুটেজে। ক্যামেরাবন্দি ওই ফুটেজে দেখা গিয়েছে, অজ্ঞাত পরিচয় চার দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় অম্বেদকর ভবনে ঢুকে হামলা চালায়। তাদেরই একজন হাতুড়ি দিয়ে কাঁসি রামের মূর্তিতে আঘাত করে। ভেঙে দেয় মূর্তির মাথা। সেইসময় আশপাশ পাহারা দিচ্ছিল বাকি তিন দুষ্কৃতী। শুধু কাঁসি রামের মূর্তিটি বিনষ্টের পর সেখান থেকে চম্পট দেয় তারা।

ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে দলিত সম্প্রদায়ের মধ্যে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছে তারা। দ্রুত গ্রেফতার না হলে হরিয়ানা জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

দেখুন ভাঙচুরের সিসিটিভি ফুটেজ-