বিজেপি-র কাছ থেকে সমর্থনের প্রস্তাব এসেছিল, তবে জেডিএস-এর পাশেই থাকবেন, দাবি বসপা বিধায়কের
Web Desk, ABP Ananda | 16 May 2018 09:39 PM (IST)
বেঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বিজেপি নেতারা সমর্থন চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করলেন বহুজন সমাজ পার্টি বিধায়ক মহেশ। তিনি কর্ণাটকের একমাত্র বসপা বিধায়ক। চামারাজানগর জেলার কোল্লেগাল কেন্দ্র থেকে জিতেছেন মহেশ। তিনি বলেছেন, ‘আমি বিজেপি নেতাদের বলি, সমর্থন পেতে হলে আমাদের জাতীয় নেত্রী মায়াবতীর সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি জেডিএস-এর সঙ্গে আছি।’ কর্ণাটকে এবারের বিধানসভা নির্বাচনে জেডিএস-এর সঙ্গে জোট বেঁধে লড়াই করে বসপা। ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের চেষ্টা শুরু করে জেডিএস। যদিও বিজেপি-ই সরকার গড়বে বলে শোনা যাচ্ছে।