আলিগড়ে হার বিজেপির, মেয়র পদ বিএসপি-র
Web Desk, ABP Ananda | 01 Dec 2017 06:22 PM (IST)
আলিগড়: উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে হতাশাজনক ফল করে রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত মুছে যেতে বসা মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বসপা) পুরভোটে বলার মতো সাফল্য পেল। বিজেপির বরাবরের শক্ত ঘাঁটি আলিগড়ে মেয়র পদের নির্বাচনে জিতলেন তাদের প্রার্থী মহম্মদ ফুরকান। বিজেপি প্রার্থী রাজীব আগরওয়ালকে ১১৯৯০ ভোটে হারিয়ে স্বাধীনতার পর তিনিই প্রথম মুসলিম যিনি আলিগড়ের মেয়র পদে বসছেন। ১৯৯৫ সালে শহরে সরাসরি ভোটের মাধ্যমে মেয়র নির্বাচনের নিয়ম চালু হওয়ার পর থেকে কখনও এখানে হারেনি বিজেপি। এর আগে চারবারই মেয়র পদে জিতেছেন বিজেপি প্রার্থীরা। গত বেশ কয়েক বছর ধরে আলিগড়ে মূলত বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির (সপা) সরাসরি লড়াই দেখা গিয়েছে। তৃতীয়, চতুর্থ স্থানটি ঘুরেফিরে যেত কংগ্রেস, বিএসপি-র ঘরে। এবার ব্যতিক্রম। মাত্র ১৬ হাজার ভোট পেয়ে কংগ্রেসের পিছনে চতুর্থ স্থানে চলে গিয়েছেন সপা প্রার্থী মুজাহিদ কিদোয়াই।